দেওয়ানগঞ্জে লড়িভ্যান-ভটভটি সংঘর্ষে একজনের মৃত্যু

এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) :
| আপডেট: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০২:২৪ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০২:২৪ পিএম
দেওয়ানগঞ্জে লড়িভ্যান-ভটভটি সংঘর্ষে একজনের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যান ও ভটভটির সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন।  মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের সরদারপাড়া বাজারসংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি লড়িভ্যানের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ভটভটিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ভটভটির হেলপার লড়িভ্যানের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা

যান। নিহত ব্যক্তির নাম আব্দুল কদ্দুস (৩৫)। তিনি ইসলামপুর থানার মুজাটা গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে। খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার

করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত লড়িভ্যানটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত

ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে