লক্ষ্ণীপুরের রামগতিতে আন্তর্জাতিক অভিভাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সামনে থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অংশগ্রহনে এ উপলক্ষে একটি র্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. আফজাল হোসাইন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজগর হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী স্নেহাল রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের উপসহকারি প্রকৌশলী মো. তানভীরুল ইসলাম, লক্ষ্ণীপুর জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টি টি সি) বিভাগীয় প্রধান মো. আমিরুল ইসলাম, তথ্য সেবা অফিসার কামরুন নাহার।