বেগমগঞ্জে মার্সেল স্মার্ট অপারে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৯ পিএম
বেগমগঞ্জে মার্সেল স্মার্ট অপারে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

নোয়াখালীর বেগমগঞ্জে মার্সেল স্মার্ট অফারে বর্ণা ইলেকট্রনিক্স থেকে পণ্য কিনে ফ্রিজ বিজয়ী হয়েছে তিন জন। বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী করিমপুর রোডে বর্ণা ইলেকট্রনিক্সে  মার্সেলের শো-রুমে ফ্রিজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চলচ্চিত্র অভিনেতা আমিন খান। এ সময় তিনি বক্তব্য বলেন, নোয়াখালীর মানুষ খুব সুশৃংখল, তাদের ভাগ্য ও ভালো। তারা মার্সেলের স্মার্ট অফারে পণ্য কিনে ভালো পুরস্কার পেয়ে বিজয়ী হয়। তারা দেশি পন্যকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। 

এ সময় উপস্থিত ছিলেন, মার্সেল ডিস্ট্রিবিউটার নেটওয়ার্ক সেলস ইনচার্জ, মোঃ নুরুল ইসলাম রুবেল,ডিভিশনাল সেলস ম্যানেজার সার্কেল, জাহিদ হাসান, বর্ণা ইলেট্রনিক্সের স্বত্বাধিকারী মিল্লাত হোসেন সুমন,সহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।  

আপনার জেলার সংবাদ পড়তে