নীলফামারী সদর আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩২ পিএম
নীলফামারী সদর আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের পদপ্রার্থী এ. এইচ. এম. সাইফুল্লাহ রুবেল-এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

এ সময় জেলা বিএনপি নীলফামারীর আহ্বায়ক মীর সেলিম ফারুক এবং যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু উপস্থিত ছিলেন। পাশাপাশি বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপস্থিত নেতৃবৃন্দের সম্মিলিত অংশগ্রহণে মনোনয়ন ফরম সংগ্রহ কার্যক্রমটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। নেতারা বলেন, দলীয় ঐক্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে এবং তৃণমূলের সক্রিয় অংশগ্রহণে আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের প্রত্যাশা রয়েছে। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ নির্বাচনী বিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে