নওগাঁর পোরশা জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন তহশীল অফিসের আয়োজনে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিতপুর-তেঁতুলিয়া ই্উনিয়ন তহশীল অফিস প্রাঙ্গণে এই গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) মোছা: নাবিলা ফেরদৌস। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় নিতপুর-তেঁতুলিয়া ইউনিয়ন তহশীলদার লতিফর রহমান, উপ-সহকারী ভূমি কর্মকর্তা রাশেদুল হক ও সেবা গ্রহিতাগণ উপস্থিত ছিলেন।