পাবনা-৩ আসনে নির্বাচনী লড়াইয়ে নামছেন প্রার্থীরা, মনোনয়নপত্র সংগ্রহ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:০০ পিএম
পাবনা-৩ আসনে নির্বাচনী লড়াইয়ে নামছেন প্রার্থীরা, মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই সর্বত্র উৎসবমুখল পরিবেশ ও নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থী এবং তাঁদের কর্মী-সমর্থকরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু করেছে মাঠ পর্যায়ে নির্বাচনী তৎপরতা। নির্বাচনী লড়াইয়ে নামছেন প্রার্থীরা। বসে নেই পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সম্ভাব্য প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকরা। 

পাবনা-৩ আসনে ইতোমধ্যে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিএনপি মনোনতি প্রার্থী,জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন মনোনয়নপত্র সংগ্রহ করে। তিনি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরীর দপ্তরে এসে তাঁর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মওলানা মোঃ আলী আছগার বুধবার (১৭ ডিসেম্বর) সকালে সহকারি রিটার্নিং অফিসার ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় তিন উপজেলার জামায়াতের নেতৃবৃন্দ তাঁর সাথে ছিলেন। 

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা বুধবার সকালে সহকারি রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।  এসময় তাঁর কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

পাবনা-৩ আসনে এবার বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম নির্বাচন করতে পারেন বলে একাধিক সূত্র জানিয়েছেন। তিনি আগামী রোববার মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলেও জানা গেছে। 

আপনার জেলার সংবাদ পড়তে