ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে এবং চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দূর্নীতি,অবৈধ সিন্ডিকেট,নিম্নমানের চিকিৎসাসেবা ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদ ও উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুলের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর সচেতন নাগরিক সমাজের ব্যানারে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন,আঃ আলীম,ফয়সাল কবীর,হাসানুজ্জামান সবুজ,সাজেদুর রহমান সেজান,জিয়া মুন্সি প্রমুখ। বক্তারা হাদী হত্যা চেষ্টার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে অবিলম্বে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুলের অপসারণ দাবি করেন।