ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইল-১ আসনে (কালিয়া উপজেলা ও সদরের আংশিক) ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল আজিজ এবং নড়াইল-২ আসনের (লোহাগড়া উপজেলা ও সদরের আংশিক) প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেক, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান, সেক্রেটারি এস এম নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি হুমায়ুন সিকদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী নূরুন্নবী, কালিয়া উপজেলা সেক্রেটারি মোহসিন কাজী, সহ-সভাপতি ফরহাদ শেখ, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম, নড়াইল-১ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও ইসলামী যুব আন্দোলন কালিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল হাসানসহ অনেকে।
নড়াইল-২ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আজ জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি নড়াইলবাসীর সেবা করার জন্য, দুর্দশা লাগব করার জন্য, অবহেলিত নড়াইলকে আরো উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করব। এই আশা নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এজন্য ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে আমি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা জানেন, আমরা সমমনা আটটি ইসলামী দল একত্রে মাঠে আছি, নির্বাচন করছি। এই আট দলের মধ্য থেকে চূড়ান্ত ভাবে একজনকে মনোনয়ন দেয়া হবে। শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন।