চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে 'দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ' প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে এদিন সকালে শহরের হাসান আলী সরকারি স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী প্রবাস মেলার উদ্বোধন এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক, সিসিডিএ, চাঁদপুর এসব অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক (সার্বিক) মো.এরশাদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চাঁদপুর সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে চাঁদপুর জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী তিনজনকে দুবাই প্রবাসী জামাল হোসেন(১৮ কোটি ৩৪ লক্ষ টাকা রেমিট্যান্স প্রেরণ), মো. শাহজালাল ও মজিবুর রহমানকে সম্মাননা ক্রেস্টসহ সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
এছাড়া প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির, প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের মাঝে প্রতিবন্ধী ভাতা এবং অভিবাসন প্রত্যাশীগণের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন.জামিউল হিকমা',মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমিটির যুগ্ম আহ্বায়ক ড. কাজী হাশেম প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো.নেছার উদ্দিন, ইউসিবিএল ব্যাংকের ব্যবস্থাপ মো. ফয়সল হোসেন,জনতা ব্যাংক বাজার কর্পোরেট শাখা ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুনসহ টিটিসি,সিসিডিএ চাঁদপুর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার সাদিয়া শামীম।আলোচনা শেষে সংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ পাটোয়ারী, মৃনাল সরকার,জসিম মেহেদী আলমগীর পাটোয়ারীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গীতিনাট্য অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, আমার পরিবারের মধ্যেও রেমিট্যান্সযোদ্ধা রয়েছে।দেশ ও পরিবারের জন্য তাদের যে ত্যাগ।শুধুমাত্র দেশপ্রেম আর পরিবারকে একটু ভালো রাখার জন্য তাদের এত কষ্ট। আমি এই জেলায় নতুন এসে জানতে পেরেছি, প্রচুর প্রবাসী ভাই আছেন।চাঁদপুর রেমিট্যান্সের উর্বর মাটি। আমি অনুরোধ করে বলবো যারা বিদেশ যাবেন বৈধতা নিয়ে যাবেন নিজের যোগ্যতা নিয়ে যাবেন।
জেলা প্রশাসক আরো বলেন, মানুষ এখন গ্লোবাল সিটিজেনে পরিণত হয়েছে। সে হিসেবে দেশ ও বিশ্বের প্রতি ব্যক্তির দায়বদ্ধতা রয়েছে। প্রবাসযাত্রার আগে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। ভাষাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে চলেছে বিশ্ব। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে যুবসমাজও আর্থিকভাবে অধিক লাভবান হতে পারবে। দক্ষকর্মী গড়ে তুলতে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি প্রবাসী ভাইদের অনুরোধ করেন ১২ই ডিসেম্বর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামীতে দেশ কিভাবে চলবে তার জন্য গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। আমাদের আত্মার মধ্যে লাগা উচিত, যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল ২৪ এর গণঅভ্যুত্থান। সে একাত্তর থেকে শুরু করে আজঅবদি। এই বিজয়ের মাসে হাসি ফুটানোর জন্য প্রাণ দিয়েছে বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধারা বীর মুক্তিযোদ্ধারা। আমাদেরকে সেটার মর্মতা বলতে হবে। নিজেদের মতন জীবন যাপন করলে হবেনা। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে গেলে প্রবাসীরা যেমন নিজেদের জীবনমান উন্নত করতে পারবেন, তেমনি দেশও উপকৃত হবে রেমিট্যান্সের মাধ্যমে।