বাজিতপুর থানায় গাঁজা ও চুলাই মদসহ আটক ৪

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৮ পিএম
বাজিতপুর থানায় গাঁজা ও চুলাই মদসহ আটক ৪

কিশোরগঞ্জের বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস.এম শহিদুল্লাহ নিদের্শে এস.আই মাশফিকুর রহমান, দেওয়ান মোহাম্মদ সবুজ, এস.আই সজিব হোসেনসহ একদল পুলিশ গত বুধবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজা ও ৬২ লিটার চুলাই মদ উদ্ধার করেছেন। পুলিশ জানায়, বাজিতপুর থানায় দিঘীরপাড় ইউনিয়নের শাহপুর নির্জন এলাকা থেকে ২জনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন বাদশা মিয়া (২৪) ও বিল্লাল মিয়া (২২)। তাদের গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলার বিজয় নগর থানার কেশবপুর গ্রামে। অন্যদিকে ৬২ লিটার চুলাই মদসহ জুনায়েদ মিয়া (২০) ও হৃদয় রবি দাস (২২) কে সরারচর এলাকা থেকে গ্রেফতার করেছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের সংশোধনী ১৯ (গ) ধারায় মামলা হয়েছে। পরে আজ বৃহস্পতিবার বিকেলে তাদেরকে কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে