পার্বত্য এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৭ বিজিবি রাজনগর ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজনগর এলাকায় একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে এলাকার অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এতে রাজনগর ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ও মেডিক্যাল টিম বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন।
মেডিক্যাল ক্যাম্পেইনে ৪০ জন পাহাড়ি-বাঙালি পুরুষ, মহিলা ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবার পাশাপাশি জনসচেতনতামূলক পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।
এ ধরনের মানবিক কার্যক্রম পার্বত্য এলাকার জনগণের মধ্যে বিজিবির প্রতি আস্থা ও ভালোবাসা বৃদ্ধি করেছে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।