দরিদ্র অসহায় শীতার্থ এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে কম্বল নিয়ে ছুটে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন ও অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান। গত সোমবার রাতে সরাইল সদর ইউনিয়নের কুট্রাপাড়া গ্রামের হেলালীয়া হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন কম্বল। সূত্র জানায়, শীতে কাবু ওই মাদ্রাসার শিক্ষার্থীদের খুঁজ খবর নিতে গত মঙ্গলবার রাতে ছুটে যান ইউএনও ও ওসি। সাথে ছিলেন সরাইল বিএনপি’র সাবেক সম্পাদক ও পাইলট বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। তারা মাদ্রসার সকল শিক্ষার্থীদের খুঁজ খবর নেন। আর এতিম অসহায় শীতার্থ ১০৮ জন শিক্ষার্থীর হাতে তুলে দেন কম্বল। প্রয়োজনে তাদেরকে আরো সহযোগিতা করার আশ্বাস দেন তারা। উপজেলার বড় দুই কর্তা ব্যক্তিকে আকস্বিক ভাবে নিজেদের কাছে পেয়ে খুবই আনন্দিত হন শিক্ষার্থীরা।