জুমার পর শাহবাগের কর্মসূচি স্থগিত, বিকেলে বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০২:২৪ পিএম
জুমার পর শাহবাগের কর্মসূচি স্থগিত, বিকেলে বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত আশঙ্কার কথা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান। জুমার নামাজের পরের কর্মসূচির বদলে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে অংশ নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। তাঁর ভাষায়, “গতকালের মতো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা রয়েছে জুলাই বিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো ধরনের ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে।”

তিনি আরও জানান, জনগণের ক্ষোভকে পুঁজি করে কোনো হঠকারী গোষ্ঠী যেন ভাঙচুর, অগ্নিসংযোগ বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এই বিবেচনাতেই ঢাকায় জুমার পর শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। চট্টগ্রামে সাবেক দুই মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কার্যালয় ভাঙচুর করা হয়। ঢাকায় কারওয়ান বাজারে প্রথম আলো এবং তেজগাঁও এলাকায় ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

এর আগে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।

বর্তমান পরিস্থিতিতে নতুন করে সহিংসতা বা অস্থিরতা এড়াতে কর্মসূচিতে এই পরিবর্তন আনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে হত্যার বিচার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন নেতারা।

আপনার জেলার সংবাদ পড়তে