ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জালিয়ে অবরোধ

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩৮ পিএম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জালিয়ে অবরোধ

ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আগুন জালিয়ে ৩০ মিনিট অবরোধ করেন ছাত্রজনতা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো। শুক্রবার  (১৯ ডিসেম্বর) মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকায় বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পযন্ত এই অবরোধ পালন করেন। এ সময় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক যানবাহনের কিছুটা চাপ থাকে। 

জানা যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা শহর সহ বিভিন্ন উপজেলায বেশ কিছু এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। 

শুক্রবার জুমা নামাজের শেষে টাঙ্গাইল শহরের  পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অবস্থান নেয়।এরপরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কর আশেকপুর বাইপাস এলাকায় অবরোধ করে রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করে ছাত্রজনতা।

এতে করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উওরগামী যানচলাচল  আধাঘণ্টা ধরে বন্ধ থাকে। পরে তারা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অবরোধ তুলে নেয়। 

এ সময় বিক্ষোভকারীরা বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান। এ বিষয় টাঙ্গালের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল হয়েছে। 

এছাড়াও ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ আধা ঘন্টা পর তুলে নেন ছাত্র জনতা। বর্তমানে মহাসড়ক যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি  আরো জানান জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে। সেই সঙ্গে জেলায় গত ২৪ ঘন্টায় নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে