বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী মো: ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি বিজয়নগরের কালভার্ট এলাকায় রিকশায় যাবার সময় এক মোটর সাইকেলের আরোহী তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। এর পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার হাদি মৃত্যুবরণ করেছেন। গণতান্ত্রিক অধিকার কমিটির নেতাকর্মিরা বলছেন, আমরা এই খুনসহ সারাদেশে সন্ত্রাসী তৎপরতা দমনে এবং অপরাধীদের গ্রেপ্তারে অন্তর্বর্তী সরকারের গাফিলতি ও কালক্ষেপণের নিন্দা জানাই। এখনো সরকার হাদি খুনের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে সক্ষম হয়নি। বরং এই হত্যার মামলার আসামীকে ভারতে পালিয়ে যাবার কথা শোনা যাচ্ছে এবং তদন্তে নানা অবহেলার ঘটনাও ঘটছে। সেকারণে হাদির খুন ও সন্ত্রাসী পরিস্থিতির দায় অন্তর্বর্তী সরকার বিশেষত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার দায় সবচাইতে বেশি, তার আর এই দায়িত্বে থাকার কোনো অধিকার নাই। যারা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরে বাধা সৃষ্টি করতে চায় সেই দেশি বিদেশি গোষ্ঠী এই খুন সহ সন্ত্রাসী নৈরাজ্যিক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় জড়িত বলে আমরা মনে করি। আমরা অস্বচ্ছতা, গোপনীয়তা ও শৈথিল্য বাদ দিয়ে অপরাধীদের দমন ও সকলের নিরাপত্তা বিধান করে গণতান্ত্রিক রূপান্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণে অন্তর্বর্তী সরকারকে সক্রিয় ভূমিকা গ্রহণের দাবি জানাচ্ছি।