ওসমান হাদীর মৃত্যুতে যুব বাঙালি-এর গভীর শোক ও উদ্বেগ প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৬ পিএম | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৫ পিএম
ওসমান হাদীর মৃত্যুতে যুব বাঙালি-এর গভীর শোক ও উদ্বেগ প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, প্রতিবাদী কণ্ঠস্বর ও অদলীয় রাজনৈতিক-সামাজিক চিন্তার তারণ্যের প্রতীক শহীদ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে যুব বাঙালি। শুক্রবার (১৯ ডিসেম্বর) সংগঠনের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয় - ওসমান হাদীর মৃত্যুতে সারাদেশে ছড়িয়ে পড়া শোক ও ঐক্যের মাঝে একটি সুযোগ সন্ধানী মহল নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। যা কিনা জুলাই গণ অভ্যুত্থানের ঐক্যকে বিনষ্ট করার ষড়যন্ত্রের শামিল। এ বিষয়ে সকল রাজনৈতিক দল ও সামাজিক শক্তিসমূহকে সতর্ক ও সংযত হওয়ার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয়ভাবে যে ঐক্য গড়ে উঠেছিলো তাকে কাঠামোগত রূপ দিতে ব্যর্থ হওয়ায় দেশের রাজনৈতিক  দল, সামাজিক-সাংস্কৃতিক ও শ্রেণী-পেশার মানুষ রাজনৈতিক নিরাপত্তাহীনতায় পড়ে গেছে। এই পরিস্থিতিতে একটি সুযোগ সন্ধানী মহল আগে থেকেই অভ্যুত্থানকারী শক্তির বিরদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। আধিপত্যবাদ বিরোধী শহীদ ওসমান হাদীর ওপর হামলা রাজনৈতিক সামাজিক নিরাপত্তাহীনতা ও জাতীয় ঐক্যে ফাটলের ইঙ্গিত বহন করে, তাঁর মৃত্যুতে যখন জাতি পুনরায় ঐক্যের সুযোগ পেয়েছে তখন সেই সুযোগ সন্ধানী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টি করতে সংবাদ মাধ্যম, সাংস্কৃতিক সংগঠনে অগ্নিসংযোগ এবং সাংবাদিক ও সংখ্যালঘু গোষ্ঠীর উপর হামলা চালাচ্ছে। শহীদ ওসমান হাদী কখনোই সংবাদ মাধ্যম কিংবা সাংবাদিকদের বিরদ্ধে অবস্থান নেয়াকে সমর্থন করতেন না, সুতরাং তার মৃত্যুকে কেন্দ্র করে যারা এইসব নৈরাজ্য সৃষ্টি করছে তারা কখনই ওসমান হাদীকে ধারন করেনা। এমন পরিস্থিতিতে ছাত্র-যুব সমাজ, রাজনৈতিক দল ও সামাজিক শক্তিসমূহকে সতর্ক, সংযত ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে। জাতীয় এই শোক তখনই শক্তিতে রূপান্তর হবে যখন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নেতৃত্ব, রাজনৈতিক দল, সামাজিক শক্তিসমূহের সমন্বয়ে একটি জাতীয় ঐক্যের কাঠামো প্রতিষ্ঠা করা যাবে। সেই কাঠামো প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। 

আপনার জেলার সংবাদ পড়তে