গণঅধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
রাজধানীর শাহবাগে আধিপত্যবাদ বিরোধী সমাবেশে শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ৩টায় এমন মন্তব্য করেন তিনি।
গণঅধিকার পরিষদের সেক্রেটারি বলেন, “আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা হাদিকে শহীদ করা হয়েছে। আমরা হাদির হত্যাকারীদের বিচারের আগ পর্যন্ত আন্দোলন বন্ধ করব না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, হত্যাকারীদের বিচার না হলে আপনি চেয়ারে থাকতে পারবেন না। হাদির মৃত্যুর মাধ্যমে আপনি আপনার চেয়ার বসার যোগ্যতা হারিয়েছেন।”
এ সময় আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, হাদি ভাইকে যারা শহীদ করে থামিয়ে দিতে চেয়েছিল তাদের স্পষ্ট করে বলতে চাই এই আন্দোলন থেমে থাকবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে এই আন্দোলন আকরা চাল্লিয়ে নিয়ে যাব। আমরা স্লোগান দেই হৃদয়ে ধারণ করে।
‘হাদি ভাইয়েরা শাহাদাতের মাধ্যমে সারাদেশ প্রমাণ করেছে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের স্থান এদেশে হবে না। আমরা মনে করি দেশের গোয়েন্দা বাহিনীতে ভারতের চর রয়েছে। তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণের আশা প্রতিফলিত হবে’-যোগ করেন তিনি।