সেনবাগের অর্জুনতলার আ’লীগ সভাপতি কুতুব উদ্দিন গ্রেফতার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৪ পিএম
সেনবাগের অর্জুনতলার আ’লীগ সভাপতি কুতুব উদ্দিন গ্রেফতার

দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কুতুব উদ্দিন পাটোয়ারীকে গ্রেফতার করেছে সেনবাগ পুলিশ।

 বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে সেনবাগ থানা পুলিশের একটি বিশেষ দল কুতুব উদ্দিন পাটোযারীকে অজুণতলা ইউপির ছিলোনীয়া বাজারের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে থানায় নিয়ে আসে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার শুক্রবার সন্ধ্যায় কুতুবউদ্দিন পাটোয়ারীকে গ্রেফতারকৃত বিষয়টি নিশ্চিত করে বলেন। ত্রা বিরুদ্ধে সেনবাগ থানায় একটি রাজনৈতিক মামলা রয়েছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে