ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। শুক্রবার বাদ জুমা উপজেলা বিক্ষোভ মিছিলটি ডিএম একাডেমি স্কুল থেকে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে সড়ক অবরোধ করে সমাবেশ করেন। এ সময় তারা “আ’লীগ ধর জেলে ভর, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো, ওসমান হাদির রক্ত, বৃথা যেতে দেবোনা” ইত্যাদি নানা শ্লোগানে প্রকম্পিত করেন পুরো এলাকা।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মিম হাসান, সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মিম, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ, সাবেক সদস্য সচিব সুলতান আহমেদ সজিব, উপজেলা ছাত্রদল নেতা নাজমুল ইসলাম লেবু, রায়গঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদ হাসানসহ অনেকে। এ সময় বক্তরা, অবিলম্বে ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।