হাদির হত্যার প্রতিবাদে সেনবাগে কফিন নিয়ে ছাত্র-জনতার বিক্ষোভ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৫ পিএম
হাদির হত্যার প্রতিবাদে সেনবাগে কফিন নিয়ে ছাত্র-জনতার বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে কফিন নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শুক্রবার বাদ জুমা সেনবাগ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে কফিন নিয়ে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেনবাগ থানার মোড়ে প্রতিবাদ সমাবেশে করে।

মির্জা হাসানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ সানাউল্লাহ, সেনবাগ পৌর যুব জামায়াতের সভাপতি আলা উদ্দিন আলো,আব বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার যুগ্শ আহবায়ক জিয়া উদ্দিন তারেক, সেনবাগ উপজেলা ইসলামিক ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা, যেকোন মূল্যে ওসমান হাদি হত্যা মামলার সকল আসামীকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আপনার জেলার সংবাদ পড়তে