গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী লালু বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৫ পিএম
গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী লালু বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা-ডাকাতিসহ ২৩ মামলার আসামি লালু বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত সৈকতকে (৩০) দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত সৈকত গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। গত ২৬ নভেম্বর রাতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে টিকটক ভিডিও বানানোর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে জহিরুল ইসলাম জয় (২৬) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়। ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সৈকত। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাবের তথ্যমতে, সৈকত এর আগেও গুয়াগাছিয়া পুলিশ ফাঁড়িতে হামলা, মান্নান নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করাসহ একাধিক গুরুতর অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল।

দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ-এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৬টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে সৈকতকে গ্রেপ্তার করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন হোগলাকান্দিতে তার বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সৈকতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মুন্সীগঞ্জের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার জেলার সংবাদ পড়তে