বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ এশা রূপসা উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগরস্থ শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়।
রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব মো. আবু সাঈদ গাজী'র নেতৃত্বে দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপসা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. সোহাগ শিকদার, বিএনপি নেতা শেখ শহিদ, শ্রমিক দল নেতা, আব্দুল বারিক শেখ, ফারুক হোসেন, মো. মিজানুর রহমান, মো. আনোয়ার হোসেন, মো. গোলাম রব্বানী, শেখ গোলাম রসুল রানা, মাসুম বিল্লাহ, রসুল মোল্লা, মন্টু হাসান, রফিকুল ইসলাম, শামিম ভূইয়া, রাশেদ রানা, আনসার শেখ, আবুল বাসার, মো. শরিফুল ইসলাম তুহিন, মোশাররফ হোসেন ও মাওলানা রুম্মান শেখসহ শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, মাওলানা আমিরুল ইসলাম।