ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ২০ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বক্তব্য দেন-গনঅধিকার পরিষদ ঠাকুরগাঁও ০৩ আসনের এমপি প্রার্থী মামুনুর রশিদ, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,জামায়াতের যুববিভাগ নেতা মোকাররম হোসাইন,ছাত্র আন্দোলনের নেতা আল হাবিব। এসময় বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি কোনো রাজনৈতিক দলের এজেন্ট ছিলেন না এবং তিনি কোনো দলের বিরুদ্ধে বক্তব্য দেননি। তিনি কেবল বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছেন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা আরো বলেন, প্রশাসন ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো কী ভূমিকা পালন করছে তা জনগণ জানতে চায়। তাদের অভিযোগ, এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়নি এবং প্রশাসনের ব্যর্থতা বা মদদেই অভিযুক্তরা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। গায়েবানা জানাযায় ইমামোতি করেন জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি মৌঃ মাসউদ আলম। অপরদিকে গতকাল সন্ধায় এনসিপি, গণঅধিকার পরিষদ ও ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিশিল অনুষ্ঠিত হয়।