মার্চের আগে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা

এফএনএস
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৫, ০৫:৩৮ পিএম
মার্চের আগে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা

চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে সব পাঠ্যবই বিতরণ কবে নাগাদ সম্পন্ন হবে, তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা জানান, বই ছাপা কার্যক্রম শুরু হতে দেরি হওয়া এবং বিভিন্ন প্রস্তুতিমূলক প্রক্রিয়ার কারণে এই সংকট দেখা দিয়েছে। তিনি বলেন, "বিগত সময়ে মার্চের আগে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হয়নি। এ বছরও দেরি হবে। আমাদের বইয়ের সিলেবাস, কারিকুলাম নতুন করে করতে হয়েছে। বইয়ের সংখ্যা বেড়েছে এবং দেশের মুদ্রণ সক্ষমতা এবারই প্রথম পরীক্ষা করা হচ্ছে। এর ফলে বিলম্ব অনিবার্য।"  


তিনি আরও বলেন, "দেশের গোডাউনগুলোতে থাকা আর্ট পেপার উদ্ধার করার পরও দেখা গেছে যে, স্থানীয়ভাবে কিছু ঘাটতি রয়েছে। বিদেশ থেকে আর্ট পেপার আমদানির জন্য জাহাজ রওনা দিয়েছে।" তবে সব শিক্ষার্থীর হাতে বই কবে পৌঁছাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।  

এনসিটিবির তথ্যমতে, এবার প্রাথমিক স্তরে ১০ কোটি এবং মাধ্যমিক স্তরে ৩০ কোটি—মোট ৪০ কোটি বইয়ের চাহিদা রয়েছে। ৬ জানুয়ারি পর্যন্ত মাত্র ছয় কোটি বই সরবরাহ করা সম্ভব হয়েছে। ২০১২ সালের কারিকুলামে ফিরে যাওয়া, নতুন করে দরপত্র আহ্বান এবং কার্যাদেশ প্রদানে বিলম্ব এই দেরির অন্যতম কারণ।  

অপরদিকে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, রমজানে যেসব পণ্যের শুল্ক ছাড় দেওয়া হয়েছিল, তা অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি বলেছেন, "সামর্থ্যবান সবাইকে কর দিতে হবে। নীতিতে পরিবর্তন না আনলে অর্থনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।"  

বই সংকট নিয়ে এ বছর শিক্ষার্থীরা কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, তা নিয়ে এখন শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সংকট নিরসনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।  

আপনার জেলার সংবাদ পড়তে