প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরেই নির্বাচন

এফএনএস
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৪ পিএম
বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরেই নির্বাচন

রাজনৈতিক দলগুলো যদি অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বড় ধরনের সংস্কারের দাবি না তোলে, তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে দলগুলো যদি অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আরও কিছু সংস্কার কার্যক্রমের দাবি করে, তাহলে নির্বাচন পিছিয়ে আরও ছয় মাস সময় নেওয়া হতে পারে।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, “রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে। আমরা সবার সাথে আলোচনার ভিত্তিতে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কাজ করছি।

তিনি আরও জানান, রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশন তাদের প্রতিবেদন ১৫ জানুয়ারির মধ্যে জমা দেবে। এসব প্রতিবেদনের ওপর ভিত্তি করে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।  

লুটপাট, দুর্নীতি এবং গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার ঘটনায় জড়িতদের রাজনীতিতে অংশগ্রহণের অধিকার নেই উল্লেখ করে শফিকুল আলম বলেন, “মাইনাস টু ফর্মুলা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে না। তবে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ তৈরি করেছে।”

অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা দেশকে স্থিতিশীলতার মধ্যে নিয়ে এসেছি। অর্থনীতি যে গতিতে এগুচ্ছিল, সে অনুযায়ী রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার, কিন্তু বর্তমানে তা ২২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ থেকে বোঝা যায়, আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি।”

আপনার জেলার সংবাদ পড়তে