রাণীনগরে ২ ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের ৩টি গরু চুরি

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫১ পিএম
রাণীনগরে ২ ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের ৩টি গরু চুরি

নওগাঁর রাণীনগরে দুইজন ধান ব্যবসায়ীর ১০লক্ষাধীক টাকা এবং একজন কৃষকের গোয়াল ঘরের তালা কেটে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত পৃথক পৃথকভাবে এসব চুরির ঘটনা ঘটে। 

রাণীনগর উপজেলার একডালা গ্রামের মসলিম উদ্দীনের ছেলে হক ট্রেডার্সের মালিক মোজাম্মেলক হকের ছোট ভাই খাইরুল ইসলাম জানান,সপ্তাহের প্রতি রোববার এবং বুধবার এলাকায় আবাদপুকুর হাট বার। ধানের মোকামখ্যাত আবাদপুকুর চার মাথাস্থ্য হক ট্রেডার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানে রোববার সকাল অনুমান সাড়ে ৭টা নাগাদ রাস্তা সংলগ্ন স্থানে দ্বাড়িয়ে ধান ক্রয় করছিলেন। এসময় ধান বিক্রেতাদের ভিরের সময় চোরেরা অফিসের ক্যাশ ড্রয়ার ভেঙ্গে প্রায় ৫লাখ ৩৪হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

অপর দিকে বড়িয়াপাড়া ট্রেডার্সের মালিক উপজেলার বড়িয়াপাড়া গ্রামের ভোলা সরদারের ছেলে ধান ব্যবসায়ী ফরিদ সরদার জানান,রোববার ভোরে মোটরসাইকেল যোগে আবাদপুকুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান। এর পর ধান ক্রয়ের টাকার ব্যাগ মোটরসাইকেলে রেখে ঘরের তালা খুলছিলেন। কিন্তু তালার মধ্যে কে বা কাহারা কিছু একটা দিয়ে রেখেছে। ফলে তালা খুলছিলনা। পরে হাতুরি দিয়ে তালা খুলে মোটরসাইকেলে গিয়ে দেখেন কে বা কাহারা ৪লাখ ৬৪হাজার টাকাসহ ব্যগ চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি পুরোটায় পরিকল্পিত বলে জানান এই ব্যবসায়ী।

এছাড়া শনিবার রাতে উপজেলার পাকুড়িয়া গ্রামের কৃষক মারুফ হোসেনের গোয়াল ঘরের তালা কেটে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। মারুফ হোসেন ওই গ্রামের আজিজার রহমান ফুলবরের ছেলে। তিনি জানান,শনিবার রাতে গোয়াল ঘরে চারটি গরু রেখে ঘুমিয়ে পরেন। সকালে গোয়াল ঘরে গিয়ে দেখতে পান চারটি গরুর মধ্যে তিনটি গরু চুরি হয়ে গেছে। তিনটি গরুর প্রায় ২লাখ টাকা মুল্য হবে বলে জানান তিনি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন,এসব চুরির ঘটনা শুনেছি এবং সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়গুলো ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।