রাজধানীর বিভিন্ন এলাকা বর্তমানে তীব্র গ্যাস সংকটের সম্মুখীন। প্রায় প্রতিদিনই গ্যাসের অভাবে নগরবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে মিরপুর, খিলগাঁও, বাসাবো, রামপুরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ী, বনশ্রী, মহাখালী এবং উত্তরা সহ ঢাকা শহরের বেশিরভাগ এলাকাতে এই সংকট প্রকট আকার ধারণ করেছে।
গ্যাসের সরবরাহ নির্দিষ্ট সময়ে না আসায় ঘরোয়া রান্নার কাজ বন্ধ হয়ে যাচ্ছে, আর এই সংকটের কারণে অনেকেই বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস বা অবৈধ ইলেকট্রিক হিটার ব্যবহার করছেন। কিছু পরিবার এমনকি ইট বসিয়ে কাঠ পুড়িয়ে রান্না করছেন। মিরপুরের ভাষানটেক এলাকার বাসিন্দা নাজমা বেগম জানাচ্ছেন, “প্রতিদিনের কাজকর্মে গ্যাস না থাকার কারণে আমাদের পরিবার বাধ্য হয়ে দোকান থেকে খাবার কিনে খাচ্ছে।”
তবে শুধু বাসাবাড়িতেই নয়, এই সংকটের প্রভাব পড়েছে গ্যাস পাম্পগুলোর ওপরও। পাম্পগুলোতে গ্যাসের অভাবের কারণে গাড়ির মালিকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং তাদের উপার্জনেও ব্যাপক প্রভাব পড়ছে।
এ বিষয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ জানান, “এলএনজি টার্মিনাল মেরামতের কারণে গ্যাস সরবরাহ কিছুটা কমে গেছে। এছাড়া শীতকালে গ্যাসের চাপও একটু কম থাকে। তবে দ্রুত সমস্যার সমাধান করা হবে।”
বিশেষজ্ঞদের মতে, যদি গ্যাসের উৎপাদন বৃদ্ধি না পায়, তাহলে ভবিষ্যতে এই সংকট আরও প্রকট হয়ে উঠবে এবং এটি নগরবাসীর জন্য আরও বড় সমস্যা সৃষ্টি করতে পারে।