তারাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য গ্রেফতার

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৬:০১ পিএম
তারাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য গ্রেফতার

রংপুরের তারাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি মো. রুহুল আমিন (২৭)। তিনি তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের বাসিন্দা এবং ইকরচালি ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি পদে দায়িত্ব পালন করতেন। তার পিতার নাম আব্দুল মজিদ এবং মাতার নাম পারুল বেগম।

তারাগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রংপুর কোতোয়ালী সদর থানার মামলা নম্বর-০৭, তারিখ-১৭/১১/২০২৫ খ্রি., সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ঈ)/৮/৯(৩)/১০/১২ ধারায় দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রবিরোধী ও ক্ষতিকর কার্যক্রম থেকে বিরত রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে