মির্জাপুরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৮ পিএম
মির্জাপুরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রামের  হাটহাজারীতে মির্জাপুরে শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার মির্জাপুর গৌতমাশ্রম বিহারে আমেরিকায় অবস্থানকারী বিপুলানন্দ ভিক্ষু পক্ষ থেকে জাহানপুর নিবাসী উত্তম বড়ুয়া তত্বাবধানে, ধর্মানন্দ - ধর্মপ্রিয় স্মৃতি ট্রাস্টের সার্বিক সহযোগিতার এই শীত বস্ত্র বিতরণ করা হয়। 

এ উপলক্ষে  বিহার মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। লায়ন অনুপম বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে বিশ্ব পতি বড়ুয়া বিশু, অনিল বড়ুয়া, প্রভা রানী বড়ুয়া, নিখিল বড়ুয়া, কিরন বড়ুয়া, দিপু চন্দ্র বড়ুয়া, দিগন্ত বড়ুয়া, অপু চৌধুরী প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে