দেশে ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ, আজ থেকে নতুন দর কার্যকর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ১২:১৭ পিএম
দেশে ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ, আজ থেকে নতুন দর কার্যকর

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে নজিরবিহীন উত্থানের মধ্যেই দেশের বাজারে স্বর্ণের দাম পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস টানা চার দফা দাম বাড়ানোর পর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। নতুন এই দামে সোমবার (২২ ডিসেম্বর) থেকে স্বর্ণ বিক্রি শুরু হচ্ছে।

বাজুস জানায়, রোববার (২১ ডিসেম্বর) সর্বশেষ দফায় ভরিতে ১ হাজার ৫০ টাকা দাম বাড়ানো হয়। এর ফলে দেশের ইতিহাসে এই প্রথম এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৮ হাজার টাকা ছাড়াল। এর আগে চলতি মাসে ১১ ডিসেম্বর, ১৩ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বর দফায় দফায় দাম সমন্বয় করা হয়েছিল। রোববারের সিদ্ধান্তের পর চার দফায় ভরিপ্রতি দাম বেড়েছে মোট ৭ হাজার ২২ টাকা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২০২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে মোট ৮৭ বার। এর মধ্যে ৬০ বারই দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২৭ বার। গত বছর বাজারে ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

দেশীয় বাজারে স্বর্ণের এই ঊর্ধ্বগতি এসেছে বিশ্ববাজারের রেকর্ড দামের প্রেক্ষাপটে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, সোমবার (২২ ডিসেম্বর) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম একসময় ইতিহাসে প্রথমবারের মতো ৪ হাজার ৪০০ ডলারের সীমা ছাড়ায়। পরে তা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৩৯৭ দশমিক ১৬ ডলারে। একই দিনে ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন সোনার ফিউচার পৌঁছায় ৪ হাজার ৪৩০ দশমিক ৩০ ডলারে।

রয়টার্স বলছে, বিশ্ববাজারে রুপার দামও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। স্পট রুপার দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৬৯ দশমিক ৪৪ ডলারে। চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬৭ শতাংশ, আর রুপার দাম বেড়েছে প্রায় ১৩৮ শতাংশ।

স্টোনএক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন রয়টার্সকে বলেন, “ডিসেম্বর সাধারণত স্বর্ণ ও রুপার জন্য ইতিবাচক মাস। বছরের শেষের দিকে বিনিয়োগকারীরা সতর্ক থাকলেও মুনাফার সম্ভাবনা এখনও রয়ে গেছে।” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে সুদের হার কমার প্রত্যাশা এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা এই দামের উত্থানকে শক্ত ভিত্তি দিয়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের এই রেকর্ড দামের প্রতিফলন দেশের বাজারেও পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৭৯৯ টাকা নির্ধারিত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে