আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে পরিচালনার প্রস্তুতি নিতে দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক একদিন এগিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
মূলত বুধবার (২৪ ডিসেম্বর) করার কথা ছিল এই বৈঠক। তবে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত বৈঠক একদিন এগিয়ে মঙ্গলবার সকাল ১০টায় ইসি সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) আয়োজন করা হয়েছে। বৈঠকে অংশ নেবেন প্রধান নির্বাচন কমিশনার প্রধান অতিথি হিসেবে এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে।
বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক। এছাড়া বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেবেন।
ইসি এই বৈঠকে নির্বাচন ব্যবস্থাপনা, নিরাপত্তা ও ভোটগ্রহণ প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আসন্ন ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
বিশ্লেষকরা মনে করেন, সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে এই ধরনের প্রস্তুতিমূলক বৈঠক নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা ও সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।