এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪২-বগুড়া-৭ (গাবতলী - শাজাহানপুর) আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে সোমবার (২২ ডিসেম্বর) গাবতলী উপজেলা রির্টানিং ও নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান দপ্তর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এসময় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাইন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক নতুন, থানা বিএনপির সদস্য ও সাবেক পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম পিন্টু।
সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুর রউফ, নির্বাচন অফিসার মোঃ আনিসুর রহমান উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র উত্তোলনের পুর্বে স্থানীয় শহীদ মিনারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।