কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০২:১১ পিএম
কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষারে নারী শিক্ষার প্রসার ও এলাকার শিক্ষা উন্নয়নের লক্ষ্যে নবপ্রতিষ্ঠিত হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমিরআনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার পতনঊষার ইউনিয়নে আনুষ্ঠানিক দোয়া পরিচালনার মাধ্যমে ভিত্তিপ্রস্তর এর আনুষ্ঠানিক শুভসূচনা করেন শায়খুল হাদীস মুফতি মুশাহীদ আলী ক্বাসেমী।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন , সাংবাদিক মাহিদুল ইসলাম, সাংবাদিক  নূরুল মোহাইমিন মিল্টন, মাস্টার ফয়েজুর রহমান চৌধুরী, সমাজ সেবক জহুর আলী, পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আব্দুল হান্নান, সমাজ সেবক সুলেমান আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী আলমগীর চৌধুরী, ইমদাদ রাহাতসহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে