তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটির বেশি মানুষ হবে: রিজভীর

এফএনএস অনলাইন .
| আপডেট: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৪ পিএম | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৩:০১ পিএম
তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটির বেশি মানুষ হবে: রিজভীর
ছবি, সংগৃহীত

ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার(২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ৩০০ ফিটে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে তিনি এই আশাবাদ করেন

তারেক রহমানের সংবর্ধনা কমিটির সদস্যসচিব রুহুল কবীর রিজভী বলেন, আগামী পরশু দিন তারেক রহমান আসবেন। আজকেই আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে। সুতরাং ২৫ ডিসেম্বর এখানে মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে। অর্ধকোটির বেশি মানুষ হবে।এ ব্যাপারে আমরা নিশ্চিত। যে জনসমাগম হবে তাদের সংবর্ধনা নেয়ার পর তার মা দেশনেত্রী খালেদা জিয়া যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, আজকে হাসপাতালে চিকিৎসাধীন, তাকে দেখে তিনি বাসায় যাবেন।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে