ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনে বিএনপি'র সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভের কার্যালয়ে তাইফুল ইসলাম টিপুর পক্ষে লালপুর-বাগাতিপাড়ার দলীয় নেতা কর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর বিএনপি'র সাবেক সাইফুল ইসলাম রানা, বিএনপি নেতা আব্দুস সাত্তার মৃধা, আব্দুর রশিদ, বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনসার আলী, বিএনপি নেতা শামীম আহমেদ সহ দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।