চিরিরবন্দরে উপজেলা আওয়ামীলীগের সদস্য রোমান আটক

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:১২ পিএম
চিরিরবন্দরে উপজেলা আওয়ামীলীগের সদস্য রোমান আটক

দিনাজপুরের চিরিরবন্দরে থানা পুলিশ মোজাম্মেল হক রোমান নামে উপজেলা আওয়ামীলীগের সদস্যকে আটক করেছে।  থানা সুত্রে জানা গেছে, গতকাল ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর আড়াইটায় থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী ও অফিসার ইনচার্জ (তদন্ত) আহসান হাবিবের নেতৃত্বে সঙ্গীয় ঘুঘুরাতলী বাজারে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামীলীগের সদস্য মোজাম্মেল হক রোমান (৫০) কে আটক করেছে। তার বিরুদ্ধে রাজনৈতিক উষ্কানী, সরকারি কর্মকর্তাদের হুমকী, বেফাঁস বক্তব্যসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। 

থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আহসান হাবিব আটকের সত্যতা স্বীকার করে বলেন, তাকে রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে। বিভিন্ন থানায় খোঁজ নেয়া হচ্ছে, তার নামে আরো মামলা আছে কিনা।  

তাকে আটকের খবরে চিরিরবন্দরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণসহ জনগণ স্বস্তি প্রকাশ করেছে।