পাবনার চাটমোহরে মানবাধিকার সাংস্কৃতি ফাউন্ডেশনের সহায়তায় বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে লিগ্যাল এইট বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষিকা সাহিদা সুলতানা লিপির সভাপতিত্বে ও এমএসএফ’র জেলা মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,পাবনা জেলা লিগ্যাল এইড অফিসার,সিনিয়র সিভিল জজ মোহাম্মদ আজহারুল ইসলাম। সভায় বক্তব্য দেন,চাটমোহর থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ,চাটমোর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল প্রমুখ। সভায় নারী ও৷ শিশু নির্যাতন প্রতিরোধ,সামাজিক অবক্ষয় যৌতুক,মামলা-মোকদ্দমার দীর্ঘসূত্রিতা বিষয়ে আলোচনা করা হয়। সভায় লিগ্যাল এইড দপ্তরে বিভিন্ন অভিযোগের বিষয়ে যোগায়োগ করা ও তা নিষ্পত্তির আহবান জানান জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সিভিল জজ মোহাম্মদ আজাহারুল ইসলাম।