রাণীশংকৈলে প্রকল্প পরিদর্শনে উপ-সচিব

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩০ পিএম
রাণীশংকৈলে প্রকল্প পরিদর্শনে উপ-সচিব

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ ও পৌরসভা কার্যালয় ২৩ ডিসেম্বর মঙ্গলবার ২টি উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন রংপুর বিভাগের উপপরিচালক (স্থানীয় সরকার উপ-সচিব)  মৌসুমী আফরিদা। পরিদর্শনকালে তিনি হাটবাজারের রাজস্ব আদায়, পৌরকর আদায়, শহরের ময়লা আবর্জনা নিদিষ্ট স্থানে ফেলা। উপজেলা নির্বাহি কর্মকর্তাকে রাজা টংকনার্থ চৌধুরীরর রাজবাড়ীটিকে পর্যটন কেন্দ্র তৈরি করার পরামর্শ দেন । এছাড়াও উন্নয়ন মুলক প্রকল্প প্রায় ৭ কোটি টাকা ব্যায়ে নির্মিত পৌরভবন পরিদর্শন  কালে রড ও সিমেন্টের ব্যাবহার পৌর ভবনের সৌন্দর্য বধনের জন্য ছোট ছোট ফুলের বাগান, ্ঔষুধি গাছ,ফলের গাছ রোপন ও গর্ত ভরাটের পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন, ইউএনও খাদিজা বেগম,রংপুর বিভাগীয় সহকারি কমিশনার (সাধারণ শাখা) আনর্কিা আক্তার, সহকারি কমিশনার ভূমি মুজিবুর রহমান,পৌর প্রকৌশলী জাবেদ আলী।

আপনার জেলার সংবাদ পড়তে