সুজানগরে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৪ পিএম | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৬ পিএম
সুজানগরে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন

পাবনার সুজানগরে আইএফআইসি ব্যাংকের উপশাখা গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা বাস্তবায়নের লক্ষে মঙ্গলবার ওই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ওইদিন সকাল ১১টায় উক্ত উপশাখায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। আইএফআইসি ব্যাংক পাবনা শাখার ব্যবস্থাপক এ.কে.এম কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ ফইম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল মান্নান, ইউসিসিএ’র সভাপতি মোঃ ইয়াকুব আলী ও উক্ত উপশাখার ইনচার্জ মোঃ মিলন হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্কেটিং এন্ড সেলস মোঃ আলফারাজী ইফাত। শেষে অতিথিবৃন্দ উক্ত ব্যাংকের ১৬জন গ্রাহকের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করে ওই কর্মসূচির উদ্বোধন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে