মেহেরপুরের গাংনীতে ট্রলি চাপায় মোটরসাইকেল চালক তুহিন আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে তার স্ত্রী তমাসহ তার শিশু সন্তান।
মঙ্গলবার সন্ধ্যায় শশুর বাড়ি লক্ষীনারায়নপুর থেকে ধলা গ্রাম থেকে গাংনীতে আসার পথে সাহারবাটি বাঙালপাড়ায় ট্রলি চাপা দিলে এ ঘটনা ঘটে।
নিহত তুহিন তেতুলবাড়িয়া ইউনিয়নের করমদি সন্ধানী পাড়ার জামাল হোসেনের ছেলে।
নিহত তুহিনের নানা শশুর শহিদুল ইসলাম বলেন, লক্ষীনারায়নপুর ধলা গ্রামের জাহাঙ্গীরের জমাতা তুহিন তার স্ত্রী সন্তানকে সাথে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল যোগে গাংনীতে আসার পথে সাহারবাটি বাঙালপাড়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা টলি সরাসরি চাপা দিলে তিনজন তারা আহত হয়।
আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন ও তার স্ত্রী তমা ও তার সন্তানকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।