বালিয়াকান্দিতে জমির সীমানা নিয়ে দুই ভাইয়ের মারামারি, শ্রমিক নিহত

এফএনএস (জাকির হোসেন; বালিয়াকান্দি, রাজবাড়ি) : | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৫ পিএম
বালিয়াকান্দিতে জমির সীমানা নিয়ে দুই ভাইয়ের মারামারি, শ্রমিক নিহত

রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের বনগ্রামের বিলপাকুরিয়ার ব্যাঙডুবিয়া মাঠে জমির সীমানা নির্ধারণ (আইল) নিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে চাচাত দুই ভাইয়ের মধ্যে মারামারির সময় হাবিব শেখ (৪২) নামের এক শ্রমিক মারা গেছেন।নিহত হাবিব শেখ বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের বনগ্রাম গ্রামের লিয়াকত শেখের ছেলে। হাবিবের মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। হাবিবের পরিবারের দাবি জমিজমা সংক্রান্ত বিরোধ ধরে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দাবি- মারামারি ঠেকানোর সময় হাবিব স্টক করে মারা গিয়েছেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বনগ্রাম গ্রামের মঞ্জু শেখের ছেলে শরিফুল ও একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাকিব শেখ (২৭) সম্পর্কে চাচাত ভাই। মঙ্গলবার সকালে শরিফুল ব্যাঙডুবিয়া মাঠে পেঁয়াজ লাগাতে যান। তখন রাকিব জমির সীমানা (আইল) নির্ধারণ নিয়ে বাঁধা দেন। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। নিহত হাবিরের ভগ্নিপতি (বোনের জামাই) মো: আলাউদ্দিন আলীর ভাষ্য, শরিফুল তার জমি চষের জন্য হাবিবকে ঠিক করেন। তারই ধারাবাহিকতায় হাবিব সকালে পাওয়ার টিলার নিয়ে জমি চাষ করছিলেন। এক পর্যায়ে জমির সীমানা নিয়ে শরিফুল ও তার চাচাত ভাই রাকিবের মধ্যে মারামারি শুরু হয়। হাবিবদের সাথে শরিফুল ও রাকিবদের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিনের দ্বণ্ড রয়েছে।সুপরিকল্পিত ভাবে হাবিবকে কাজ দিয়ে তুচ্ছ ঘটনা ঘটিয়ে তারা উভয়ই হাবিবকে পিটিয়ে মেরেছেন। এ ঘটনায় তারা থানায় হত্যা মামলা করবেন বলে জানান।অভিযুক্ত শরিফুল শেখের ভাষ্য, জমির সীমানা নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়। হাবিব উভয়ের মারামারি ঠেকানোর  সময় হঠাৎ  স্টক করেন। হাবিবকে কেউ আঘাত করেনি।বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো: মাহফুজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই হাবিবের মৃত্যু হয়েছে। মারামারির  ঘটনায় শরিফুল ও তার ছেলে টোকন শেখকে (৩২) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জামাল উদ্দিন নামের এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয়েছে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি। তারা পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য কাজ করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে