রাজশাহীর তানোরে ফসলি জমির মাটি কেটে বিক্রি ও বহন করার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর দুপুরে ঘটনাস্থলে এসিল্যান্ড অভিযান চালিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে জৈনক জমির মালিক বাবুর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোর উপজেলার বাধাইড় ইউপির মিশনপাড়া গ্রামে রাতের আঁধারে অবৈধ ভাবে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে বহন ও বিক্রি শুরু হয়। এমন খবর পেয়ে ইউএনওর নির্দেশে এসিল্যান্ড অভিযানে মাঠে নামেন। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ভেকু ও ট্রাক্টরের মালিকসহ চালকরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে মিশনপাড়া গ্রামের জৈনক জমির মালিক বাবুর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনুমতি ব্যতিত ভবিষ্যতে আর মাটি কাটবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।
এব্যাপারে তানোরের এসিল্যান্ড শিব শংকর বসাক বলেন, কয়েকদিন থেকে গোদাগাড়ী উপজেলার জৈনক ব্যক্তি ভেকু মেশিন ও ট্রাক্টর এনে তানোর উপজেলার বাধাইড় ইউপির বিভিন্ন এলাকায় রাতের আঁধারে জমির মাটি কেটে বহন ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নেয়া হয়েছে। ই/তা