সারিয়াকান্দিতে অবৈধ ভাবে বালু উত্তোলনে জরিমানা

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:২৫ এএম
সারিয়াকান্দিতে অবৈধ ভাবে বালু উত্তোলনে জরিমানা

উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ডোমকান্দি এলাকায় বাঙালী নদী থেকে অবৈধভাবে বালু  উত্তোলন ও বিক্রয়ের দায়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন  এসিল্যান্ড (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে থানা পুলিশের সহযোগিতায়  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয় করার অপরাধে বাবুল মিয়াকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫ (১) ধারায় ১,৩০০০০/ (১ লাখ ৩০ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুল রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনে এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে সংশ্লিষ্ট সকলকে ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে সতর্কবার্তা প্রদান করা হয়। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে