ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী রাজিব আহসান মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং জানিয়েছেন-মঙ্গলবার সর্বমোট চারজন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এনিয়ে মোট ২৩ জন প্রার্থীর পক্ষে মনোয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
সর্বশেষ মঙ্গলবার বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে বিএনপির নেতৃবৃন্দরা আগৈলঝাড়ার সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। একইদিন বরিশাল-২ আসন থেকে এনসিপি মনোনীত প্রার্থী সাহেব আলী, বরিশাল-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান ও জাসদ মনোনীত প্রার্থী আব্দুস সালাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।