রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:২১ পিএম
রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর  মনোনয়ন ফরম উত্তোলন
রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত আমান আজিজের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বলেন, তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন উত্তোলনের মাধ্যমে তাঁর দায়িত্বশীল পথচলা শুরু হয়েছে উল্লেখ করে তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, পবা ও মোহনপুরের মানুষ সৎ ও জনবান্ধব নেতৃত্ব চায়। জনগণ যদি নির্ভয়ে ভোট দিতে পারে, তাহলে দাড়িপাল্লা প্রতীকে বিপুল সমর্থন মিলবে বলে তিনি আশাবাদী। নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি। এ সময় বক্তব্য দেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার সহকারী সেক্রেটারি ও রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল আহসান বুলবুলসহ অন্যান্য নেতারা। এ সময় পবা ও মোহনপুর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে