তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার পথে দৌলতখানের হাজারো নেতাকর্মী

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৪ পিএম
তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার পথে দৌলতখানের হাজারো নেতাকর্মী

আগামীকাল ঢাকায় আসছেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করায় তাঁকে স্বাগত জানাতে ঢাকার পথে ভোলার দৌলতখানের বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা কর্মী। বুধবার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক শাজাহান সাজু আমার দেশকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে মঙ্গলবার দৌলতখানের কয়েক শত নেতাকর্মী রওয়ানা দিয়ে ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন। বুধবার ভোর থেকে বরিশাল রুটের বাস ও ভোলার বিভিন্ন রুটের লঞ্চযোগে হাজার হাজার নেতা কর্মী ঢাকা অভিমুখে রওনা দিচ্ছেন।  উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জসীম উদ্দিন জসিম মাস্টার জানান, আজ বুধবার  সন্ধ্যা সাতটায় দৌলতখানের লঞ্চঘাট থেকে এম ভি ফারহান লঞ্চ রিজার্ভ করে আমরা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে ঢাকার পথে রওনা হব। ইতোমধ্যে অনেক নেতা কর্মীরা বিভিন্ন রুটে দিয়ে দলবদ্ধ হয়ে নিরাপদে যাওয়ার জন্য ঢাকায়  চলে গেছেন।  উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জহির উদ্দিন জহির জানান, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকায় ছুটছেন বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। 

তারেক রহমান দেশে ফেরা মানে গণতন্ত্রের নতুন প্রত্যাশা, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের নতুন পথ। আমাদের প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে একটি সত্যিকারের গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।