২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকৃত মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। উদ্বোধন অনুষ্ঠানে তিনি দেশের জনগণের মতো নিজেও ন্যায়বিচার দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংস্কার করা এই ভবনটির উদ্বোধন উপলক্ষে এক বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, “আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আশা করি, এই ট্রাইব্যুনাল জনগণের নৈতিক সমর্থন পেয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করবে।” তিনি আরো বলেন, "এই ঐতিহাসিক ভবনটি 'ঢাকা হাইকোর্ট' বা ‘পুরাতন হাইকোর্ট ভবন’ হিসেবে যে মহান ঐতিহ্য ধারণ করেছে, তা এই বিচার কার্যক্রমে স্বচ্ছতা এবং ন্যায়বিচার নিশ্চিত করবে।”
এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, ট্রাইব্যুনালের সদস্য, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, ট্রাইব্যুনালের নতুন ভবনে বিচার কার্যক্রম শুরু হলে এতে গতি আসবে এবং জাতির প্রত্যাশা পূরণ হবে।
উল্লেখ্য, ১৯০৫ সালে ‘গভর্নর হাউজ' হিসেবে যাত্রা শুরু করা 'পুরাতন হাইকোর্ট ভবন’টি পাকিস্তান আমল থেকে ‘ঢাকা হাইকোর্ট’ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ২০১০ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহৃত হয় এই ভবনটি, তবে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ২০২২ সালে এটি থেকে সরিয়ে টিনশেড স্থাপনায় স্থানান্তরিত করা হয়। সংস্কার কাজ শেষে আজ থেকেই কার্যক্রম মূল ভবনে ফিরিয়ে আনা হয়েছে।