কয়রায় প্রত্যাশি প্রকল্পের অবহিতকরন সভা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৪ পিএম
কয়রায় প্রত্যাশি প্রকল্পের অবহিতকরন সভা

কয়রায় সুন্দরবনের বিকল্প কর্মসংস্থান ও পরিবেশ বান্ধব চুলার ব্যবহার সংক্রান্ত বিষয়ে প্রকল্প নিয়ে ৪ টি ইউনিয়ন নিয়ে কাজ করছে প্রত্যাশী সংস্থা। ঐ প্রকল্পের এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২৪ ডিসেম্বর)  বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও  প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সোহেল হোসেনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গোলাম নবী,সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, মোঃ কামাল হোসেন, এনজিও প্রতিনিধি আতাউর রহমান, মুহাঃ মুস্তাক আহমেদ, প্রত্যাশী সংস্থার মোঃ আলমগীর হোসেন, কল্যান বসাক, মাহমুদা আক্তার, রেশমা খাতুন, মোঃ হাবিবুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে