দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এই মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে বড় ধরনের আয়োজনের প্রস্তুতি নিয়েছে দলটি। এরই মধ্যে ঢাকায় অনুষ্ঠানে যোগ দিতে সিলেট থেকে কয়েক হাজার নেতাকর্মী রওনা হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে বাংলাদেশে ফিরবেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেট থেকে বড় বহর নিয়ে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেট বিএনপির শীর্ষ নেতাদের লক্ষ্য, ঢাকায় সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করা।
সিলেট বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেট থেকে প্রায় ৫০ হাজার বা তারও বেশি নেতাকর্মী ঢাকায় নেওয়ার চেষ্টা চলছে। ইতোমধ্যে অনেকেই ঢাকায় পৌঁছেছেন। মহানগর বিএনপির নেতাকর্মীরা অন্তত একশটি গাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি ট্রেন ও অন্যান্য যানবাহনেও নেতাকর্মীরা ঢাকামুখী হচ্ছেন।
জেলা পর্যায়ের নেতাকর্মীদের যাতায়াত নিশ্চিত করতে সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২০০টি বাস ভাড়া করা হয়েছে। বাসের পাশাপাশি মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতেও অংশগ্রহণ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির নেতাকর্মীদের নয়, সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ সৃষ্টি করেছে। জানা গেছে, তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট প্রথমে সিলেটে অবতরণ করবে। তবে নিরাপত্তার স্বার্থে তিনি সিলেটে নামবেন না। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে।