চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হোগলা দামুস চকপুস্তুম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল হোগলা দামুস চকপুস্তুম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে চকপুস্তুম মোড় সংলগ্ন এই সভা অনুষ্ঠিত হয়।
সমবায় সমিতির সভাপতি গোলাম মর্তুজার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মোঃ আনোয়ার হোসেন,
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোখলেসুর রহমান, গোমস্তাপুর উপজেলা প্রকৌশলী (এলইজিডি) আছাহাবুর রহমান,
গোমস্তাপুর উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান প্রমুখ। সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সার্বিক ব্যবস্থাপনায় ও মোহাম্মদ অকিল আহমেদ সঞ্চালনায় সমবায়ের অন্য সদস্যরা সমিতির সদস্যবৃন্দরা।
উল্লেখ্য, ৭৫০ জন সমবায় সমিতির সাধারণ সভা সদস্যদের মিলনস্থল যেখানে সমিতির সার্বিক কর্মক্ষমতা, আয়-ব্যয়, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।